অচেনা রাস্তা দিয়ে যেতে গেলে সবার আগে গুগল ম্যাপের (Google Map)সাহায্য নিতে হয়। নিজের গাড়ি হোক বা ভাড়া করা ক্যাব, সবার ভরসা সেই ম্যাপ। তবে শুধু গুগলের ম্যাপ ফেসিলিটি আছে এমনটা নয়। অবশ্য এই পরিষেবা অন্যান্য একাধিক অ্যাপেও পাওয়া যায়। এবার সেখানে জুড়তে বসেছে ওলার (Ola) নাম। নতুন ভাবে ওলা (Ola) কর্তৃপক্ষ নিজস্ব ম্যাপ (Ola Map)তৈরি করতে চলেছে এমনটাই জানিয়েছেন ওলা ইলেকট্রিকের (Ola Electric) সিইও ভাবিশ আগরওয়াল (CEO Bhabish Agarwal)।
ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ নতুন বছরে একাধিক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে। যার মধ্যে রয়েছে ওলা ম্যাপ পরিষেবা। তবে এই ম্যাপ ব্যবহার করা যাবে ওলার ইলেকট্রিক যানবাহনে। সম্প্রতি টুইট করে ভাবিশ একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে ম্যাপের ইন্টারফেস। ওলা ইলেকট্রিকের সিইও জানিয়েছেন, ওলা সংস্থার নিজস্ব ম্যাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ওলা অ্যাপ এবং ওলার বিভিন্ন যানবাহনে কয়েক মাসের মধ্যেই ওলা ম্যাপ যুক্ত হবে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (Developer application program interface)। এর সাহায্যে ভারতের ম্যাপ নিজেদের অ্যাপে ব্যবহার করতে পারবেন অন্যান্য ইউজাররা। ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওলা অ্যাপে এই ম্যাপ যুক্ত হলে একাধিক সুবিধা পাবেন ইউজাররা বলে মনে করছে কর্তৃপক্ষ। পাশাপাশি ওলা ব্যবহারকারীদের সুবিধার জন্য ‘ওলা’র (Ola)তরফ থেকে সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস প্যাকেজও চালু হবে বলে জানা গেছে। এই সমস্ত প্যাকেজের সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলের (Electric Vehicle) দেখভাল করা হবে সার্ভিস সেন্টারে। আগামী সপ্তাহেই সম্ভবত চালু হতে চলেছে এই পরিষেবা।
ওলা ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে দেশের বিভিন্ন রাজ্যে। সেই কথা মাথায় রেখে এবার নতুন নতুন পরিষেবা চালুর বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি ব্লগ পোস্টে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে বেশ কিছু নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা রয়েছে তাঁদের। ভাবিশ আগরওয়াল জানিয়েছেন একটি মাস-মার্কেট স্কুটার, একটি মাস-মার্কেট মোটরসাইকেল এবং বেশ কিছু প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করতে চলেছেন তাঁরা। টু-হুইলারের পাশাপাশি চার চাকার ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা ইলেকট্রিক সংস্থার।