কানপুরে মারণ শৈত্যপ্রবাহ ! একইদিনে ঠাণ্ডার বলি ২৫

0
2

নতুন বছরের শুরু থেকে দেশজুড়ে হাড় কাঁপানো ঠাণ্ডায় মানুষ জবুথবু। চলছে শৈত্যপ্রবাহ। আর সেই শৈত্যপ্রবাহেই (Cold flow) একদিনে ২৫ জনের মৃ*ত্যু। কানপুরে মারণ শৈত্যপ্রবাহ! প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক (Heart Attack) ও ব্রেন স্ট্রোকের জেরেই তাদের মৃ*ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া (Hypertension)ও রক্ত জমাট বেঁধে যাওয়া-ই হার্ট ও ব্রেন অ্যাটাকের (Brain Stroke)কারণ।

 বিশেষ করে উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি মানুষের জনজীবন কার্যত স্তব্ধ। তারই মাঝে কানপুরে ঠাণ্ডার বলি ২৫ জন। যাঁদের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক শুশ্রূষার কোনও সময়ই পাওয়া যায়নি। চিকিৎসকরা এহেন পরিস্থিতিতে সবাইকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। আর একান্তই বাইরে বেরতে হলে প্রয়োজনীয় গরম জামাকাপড় পরেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

রাজধানীতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। বিগত ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ফলে অনেকেরই হার্ট ও সিওপিডি-র সমস্যা দেখা দিচ্ছে।