এশিয়া কাপে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান। টুইট করে নিজেই এমনটা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। সেপ্টেম্বর মাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে। দুই দলকে রাখা হয়েছে একই গ্রুপে।
এদিন বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি যে টুইট করেছেন, সেখানে দেখা গিয়েছে ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তাঁর ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। এ বছর সেপ্টেম্বর মাসে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।
গত বছরই এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ এবং আইসিসি-র প্রতিযোগিতা।