লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে হার হার্দিকদের

0
1

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে লঙ্কান কাছে ১৬ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ১-১।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে লঙ্কান বাহিনী। শ্রীলঙ্কার হয়ে অর্ধশতরান করেন কুশল মেন্ডিস এবং শানাকা। কুশল মেন্ডিশ করেন ৫২ রান। শানাকা ৫৬ রানে অপরাজিত। ভারতের হয়ে তিন উইকেট নেন উমরন মালিক। দুই উইকেট নেন অক্ষর প‍্যাটেল। একটি উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই করে সূর্যকুমার যাদব এবং অক্ষর প‍্যাটেল। ৫১ রান করেন তিনি। অক্ষর করেন ৬৫ রান। ইশান কিষান করেন ২ রান। শুভমন গিল করেন ৫ রান। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন দিলশান মধুশানঙ্কা, কশুন রাজিথা, শানাকা। একটি করে উইকেট নেন করুনারত্নে এবং হাসারাঙ্গা।