আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জের! কাঁপল দিল্লি সহ উত্তর ভারত

0
3

নতুন বছরে ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। পয়লা জানুয়ারির পর ফের বৃহস্পতিবার কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। তবে শুধু দিল্লি নয়, ভূমিকম্প অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও (Jammu and Kashmir)। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। বৃহস্পতিবার সন্ধে ৭টা ৫৫ নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর, দিল্লি ও সংলগ্ন এলাকা। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, ভালোই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান (Afghanistan)।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। আর তার জেরেই কেঁপে ওঠে দিল্লি এবং সংলগ্ন এনসিআর। কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানে (Pakistan)। জানা গিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ সীমান্ত ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। সেটা হিন্দুকুশ অঞ্চলের মধ্যে পড়ায় গোটা এলাকাই কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র রয়েছে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে।

গত রবিবারই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং এনসিআর। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৩.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা যায়, রবিবার রাত ১টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জরে।