মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভ পন্থকে

0
1

আরও ভালো চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভ পন্থকে । বুধবার তাঁকে নিয়ে যাওয়া হবে। একথা জানান দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসিসোয়েশনের ডিরেক্টর শ্যাম সুন্দর। বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর পায়ের চিকিৎসা এখনও শুরু হয়নি। পায়ের চিকিৎসার জন্য বিসিসিআইয়ের তরফে মুম্বইকেই বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লি-দেহরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। ঘটনার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। সেই সময় রুরকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়িটি। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি। চিকিৎসকদের অনুমান, পন্থের পুরোপুরি সুস্থ হতে ছয় মাস সময় লাগবে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেই হবে না। তাঁকে ম্যাচ ফিট হতে হবে। ফলে কতদিনে তিনি মাঠে নামতে পারবেন তা বড় প্রশ্ন।