এবার কলকাতা হাইকোর্টের নজরে “পর্ষদে’’র ফোন নম্বর।
ফোন নম্বরটি কার, কোথা থেকে এসেছিল ফোন– তা তদন্ত করে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিযোগ, ২০১৭ সালের টেট পরীক্ষার্থীর কাছে ”পর্ষদ” থেকে ফোন এসেছিল। আজ, বুধবার শিল্পা চক্রবর্তী নামে এক টেট পরীক্ষার্থী হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাবি করেন, ২০১৭ সালের ৬ ডিসেম্বর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, “পর্ষদের অফিস থেকে বলছি। আপনি কি টেট পরীক্ষা দিয়েছেন? আপনার চাকরি পাকা। আপনি পর্ষদের অফিসে এসে যোগাযোগ করুন। দেখাও করতে হবে পর্ষদ সভাপতির সঙ্গে।” তবে ফোনের ওপার থেকে কল করা ব্যক্তি ঠিক কোন পর্ষদের অফিসে যোগাযোগ করার জন্য বলেছিলেন, সেটা তখন তিনি স্পষ্ট করেননি। যেহেতু শিল্পা টেট পরীক্ষার্থী ছিলেন, তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথাই তিনি বলতে চেয়েছিলেন।
এজলাসে টেট পরীক্ষার্থীর কাছ থেকে এমন চাঞ্চল্যকর দাবি শুনেই মামলাটির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কবে, কোথা থেকে, কে ওই ফোন করেছিলেন তা যত দ্রুত সম্ভব তদন্ত করে দেখতে হবে। ওই ফোনের কল রেকর্ডিংও সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।









































































































































