ডিসেম্বরে তেমন একটা পারদ পতন হয়নি রাজ্যে। তবে নতুন বছরের শুরুতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের ইনিংস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমলেও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আরও পড়ুন:চেনা শীতের দেখা নেই, নতুন বছরের দ্বিতীয় দিনেও পারদ ঊর্ধ্বমুখী
আলিপুর আবহাওয়া দফতর তরফে খবর , মঙ্গলবার সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে । আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ৩ দিন এ রকম তাপমাত্রা বজায় থাকলেও ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, নতুন বছরের সপ্তাহান্তে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা কয়েক দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় কুয়াশার পরিমাণ বেশি থাকায় দৃশ্যমানতা কম থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়েও অল্প বৃষ্টিও হতে পারে।