ডিসেম্বর মাসের শুরু থেকে যেভাবে কোভিড (Covid) দাপট দেখাতে শুরু করেছিল তাতে চিনসহ (China) গোটা বিশ্বের মাথাব্যথা শুরু হয়ে যায়। আতঙ্ক বাড়ে ভারতেও। কিন্তু নতুন বছরের শুরুতে স্বস্তির খবর। এখনও দেশে সেভাবে দাপট দেখায় নি কোভিড, পরিসংখ্যান দিয়ে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)। যদিও মঙ্গলবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ২,৫৮২। গত এক দিনে দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২২ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭৩। এই নিয়ে দেশে মোট কোভিড (Covid 19) আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮২২।
 
কোভিডের উদ্বেগ বাড়ার পাশাপাশি বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে শুরু হয়েছে তৎপরতা। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্র ও রাজ্যে। দুটি ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার দিকেই জোর কেন্দ্রের। এখানেই প্রশ্ন উঠছে বুস্টারের দ্বিতীয় ডোজ নিয়ে। ভারতে গত ২৪ ঘন্টায় ৪৫,৭৬৯ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে মোট ২২০.১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৯৫.১৩ কোটি মানুষ কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। কিন্তু বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ২২.৪১ কোটি। তাই সে ক্ষেত্রে প্রথম বুস্টার ডোজ সম্পন্ন করার দিকেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এখনই বুস্টারের দ্বিতীয় ডোজ বাজারে আসছে না, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। সরকারি তরফে বলা হয়েছে প্রথমে দেশে বুস্টার ড্রাইভ সম্পন্ন করতে হবে। তাই সেই দিকেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।



 
 
 
 































































































































