পঞ্চায়েতে মাইলেজ পেতে বিজেপির অস্ত্র কেন্দ্রীয় প্রতিনিধিদল! রাজ্যে আসছে ১৫ জনের টিম

0
1

বঙ্গ রাজনীতিতে মাইলেজ পেতে এজেন্সির(Central Agency) পাশাপাশি এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে(Central Team) কাজে লাগাতে চাইছে ব্যাকফুটে যাওয়া বিজেপি(BJP)। বাংলায় মানবাধিকার কতখানি লঙ্ঘিত হচ্ছে তার খোঁজ দিতে রাজ্যে আসতে চলেছে ১২ থেকে ১৫ জনের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি(Ex Chief Justice)।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মানবাধিকার কমিশনের তরফে ১২ থেকে ১৫ জনের এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামী ৪ জানুয়ারি রাজ্যে আসবেন। মূলত চাকরি দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রাজনৈতিক খুন, বিরোধী দল করে এলাকা ছাড়া, নারী সম্মান, দুর্নীতি, রাজ্যের আইন শৃঙ্খলা, আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ একাধিক বিষয় সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিতে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন তারা। এক একটি বিষয় নিয়ে রিপোর্ট সংগ্রহ করতে দফায় দফায় রাজ্যে আসবে এই প্রতিনিধি দল।

রাজ্যের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে রিপোর্ট নিতে প্রথম প্রতিনিধি দল আসছে আগামী ৪ জানুয়ারি। ৫ জানুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে রিপোর্ট সংগ্রহ করবেন তারা। এরপর সেই রিপোর্ট পাঠানো হবে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। জানা গিয়েছে, নিউটনের একটি হোটেলে যেখানে সাধারণ বিজেপি নেতারা থাকেন সেখানেই এই প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা করা হয়েছে।

অবশ্য পঞ্চায়েত নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের এই হ্যালো পদক্ষেপকে পুরোপুরি রাজনৈতিক স্বার্থ হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। পঞ্চায়েত নির্বাচনের আগে একই ছন্নছাড়া অবস্থা বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে গেরুয়া শিবিরের অন্দরে। এই পরিস্থিতিতে পঞ্চায়েতে বিজেপির যে তথৈবচ অবস্থা তা বেশ বুঝতে পেরেছে শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। ফলস্বরূপ অন্য পথে হেঁটে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি ভোট বাক্সে মাইলেজ পেতে এবার না না ইসুতে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অস্ত্র করা হচ্ছে। এমনটাই অভিযোগ রাজনৈতিক মহলের।