আবাস যোজনায় জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

0
3

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল নিজেপি।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। মামলায় যোজনার টাকা বিতরণের ওপরও স্থগিতাদেশ চেয়ে আর্জি চাওয়া হয়েছে।


আরও পড়ুন:আবাস যোজনায় তিন মাসে রাজ্যের লক্ষ্যমাত্রা ১১ লক্ষ বাড়ি!

বিজেপির জেলা সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে তা যাঁদের কাছে আদতে পৌঁছানো উচিত, তা পৌঁচ্ছছে না। যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছেন। যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তাঁরা আদতে এই প্রকল্পের এক্তিয়ারভুক্তই নয়।তাই প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ দেখিয়ে মামলা দায়ের করেছেন তিনি।

এর আগেও আব্বাস যোজনা নিয়ে জেলায় জেলায় ক্ষোভ প্রকাশ্যে এসেছে। কখনও তৃণমূলকে দুষেছে বিরোধীরা, কখনও বিজেপির ওপরও ক্ষোভ প্রকাশ্যে এসেছে।সম্প্রতি এই নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার এই ইস্যু নিয়ে জল গড়াল হাইকোর্টেও।