মঙ্গলবার রঞ্জি ট্রফির এলিট গ্রুপে ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামে বাংলা। উত্তরাখণ্ডের ঘরের মাঠে অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ ঘরামীর ব্যাটিং-এর দাপটে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান বাংলা ব্রিগেডের। ১৪১ রানে অপরাজিত অভিমন্যু। সুদীপ ঘরামী করেন ৯০ রান।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ড। তবে ব্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় বাংলা। ১৮ রান করেন সায়ন মণ্ডল। তবে ম্যাচ ধরেন অভিমন্যু এবং সুদীপ। ১৪১ রানে অপরাজিত অভিমন্যু। সুদীপ ঘরামী করেন ৯০ রান। তিন রান করেন অনুষ্টুপ মজুমদার। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান করে টানা পাঁচটি ম্যাচে শতরান করলেন অভিমন্যু। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চারটি শতরান তাঁর। লিস্ট এ-তে করেছিলেন আরেকটি। বিজয় হজারে ট্রফির শেষ ম্যাচে শতরান করেছিলেন অভিমন্যু ১২২ রান। রাঁচীতে সার্ভিসেসের বিরুদ্ধে সেই শতরান দিয়ে শুরু। এরপর বাংলাদেশে গিয়ে ভারত ‘এ’ দলের হয়ে পর পর দু’টি ম্যাচে শতরান ১৪১ রান এবং ১৫৭ রান করেন তিনি। দেশে ফিরে বাংলার হয়ে রঞ্জি দলে যোগ দেন অভিমন্যু। যোগ দিয়েই নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের ইনিংস খেলেন তিনি। এবার নিজের মাঠে দেহরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধেও শতরান করলেন অভিমন্যু। ১৪১ রানে অপরাজিত রয়েছেন তিনি।