সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, বাড়িতেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত দুই মেয়ের

0
1

অত্যন্ত সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের শারীরিক অবস্থা।তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের তরফে। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন শিল্পী।তাঁর দুই মেয়ে হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসছেন।

গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী জানিয়েছেন যে, শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বছর ৯০ বছরে পা দেবেন শিল্পী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মাকে বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।