জাতীয় দলে সুযোগ পেতে হলে পাশ করতে হবে ডেক্সা পরীক্ষায়! জল্পনা তুঙ্গে

0
1

২০২৩ সাল ভারতীয় ক্রিকেট দলে রয়েছে ঠাসা সূচি। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া থেকে একদিনের বিশ্বকাপ, সবই রয়েছে ২০২৩ সালে। আর সেইমত ক্রিকেটারদের ফিট থাকতে হবে। ভারতীয় দলে সুযোগ পেতে হলে পাশ করতে হয় ইয়ো ইয়ো টেস্টের। আর এবার জানা যাচ্ছে,  ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি পাশ করতে হবে ডেক্সা পরীক্ষায়। সূত্রের খবর, রবিবার বোর্ডের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কি এই ডেক্সা পরীক্ষা? জানা যাচ্ছে, এটি একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে মানুষের শরীরে হাড়ের ঘনত্ব মাপা হয়। একটি স্ক্যান করা হয়, যেখানে ‘ডুয়াল এনার্জি এক্স-রে’ শরীরে প্রবেশ করে। তার মাধ্যমে হাড়ের ঘনত্ব মাপা যায়। অর্থাৎ, কোনও ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কতটা তা এই পরীক্ষা থেকে জানা যায়। যে ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কম, সেই ক্রিকেটারের চোট পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে তাঁদের হাড়ে ঘনত্ব বাড়াতে হবে। এটি ১০ মিনিটের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য দরকার অত্যাধুনিক যন্ত্র। ইতিমধ্যেই বিসিসিআই সেই যন্ত্র আনানোর পরিকল্পনা করছে।

জানা যাচ্ছে, রবিবার ছিল বোর্ডের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। সেখানেই এই নতুন ফিটনেস টেস্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।