চলতি বছর বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপে চুরান্ত ব্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একদিনের বিশ্বকাপে কোমর বেঁধে নামছে বিসিসিআই। সেইমত দল গোছাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য কুড়ি জন ক্রিকেটারকে শর্টলিস্ট করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। সারা বছর এবং আইপিএল-এ যাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে সমস্যা না হয়, সেদিকে নজর রাখবে এনসিএ।
এদিকে, বোর্ডের তরফেও স্পষ্ট ইঙ্গিতে বলা হচ্ছে, এক সিজন আইপিএলে ভালো খেললেই উঠতি তারকারা জাতীয় দলে সুযোগ পাবেন না। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে পারফর্ম করতে হবে তাদের। রবিবার ছিল বোর্ডের মিটিং। হেড অফিস মুম্বইয়ে বড়সড় রিভিউ মিটিংয়ের পর এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড মিটিংয়ের পর জয় শাহ বলেন, “বোর্ডের তরফে ২০ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে, যাঁদের রোটেশন প্রথায় সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।” তিনি আরও বলেন,জাতীয় দলে নির্বাচনের জন্য ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত বিষয়ে শেষ কথা বলবে এনসিএ।
এদিকে বিসিসিআই নিজেদের প্রেস রিলিজে জানিয়েছে, “এফটিপি সূচি মেনে ট্যুর এবং আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এনসিএ আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি নজর রাখবে।”
আরও পড়ুন:জাতীয় দলে সুযোগ পেতে হলে পাশ করতে হবে ডেক্সা পরীক্ষায়! জল্পনা তুঙ্গে