বগটুইয়ে(Bagtui) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার নাম জড়ালো বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। সোমবার এ বিষয়ে আদালতে হলফনামা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের(CBI) দাবি, বগটুইয়ের ঘটনার রাতে মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে ফোনে কথা হয় অনুব্রতের।

সোমবার হলফনামা দিয়ে আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, গত বছরের ২১ মার্চ রাত ৮টা ৫০ মিনিট নাগাদ আনারুলের সঙ্গে ফোনে কথা হয় অনুব্রতের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার পরের দিনও দু’জনের ফোনে কথা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে গরু পাচার মামলায় জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। আগামীকাল মঙ্গলবার এই মামলায় অনুব্রত জামিনের আবেদনের শুনানি রয়েছে। তবে তার আগে বগটুই কাণ্ডে নাম জড়ানোয় চাপ বাড়ল অনুব্রতর।
গত বছরের ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় ১০ জনের। এর পর ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তভার নেওয়ার প্রায় তিন মাসের মধ্যে গত সোমবার ভাদু-খুন মামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় মুখবন্ধ খামে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে আনারুলের নাম উঠে আসে মূল অভিযুক্ত হিসেবে। অন্য দিকে, কিছু দিন আগে বগটুইকাণ্ডের আর এক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে। সেই ঘটনায় রাজনৈতিক শোরগোলের মাঝে এবার বগটুই কাণ্ডে চাপ বাড়ল অনুব্রতর।










































































































































