প্রাক্তন বিজেপি বিধায়কের (BJP MLA) বাড়ির পিছন থেকে উদ্ধার (Recovered) হল এক মহিলার (Women) পচাগলা (Deadbody) দেহ। জানা গিয়েছে, বাড়ির পিছনে কাদার মধ্যে গাঁথা ছিল দেহটি। মহারাষ্ট্রের (Maharashtra) সাতারা জেলার ওয়াদে গ্রামের ঘটনা। আর বিষয়টি সামনে আসার পর শুরু হয়েছে জোর জল্পনা। পুলিশ (Police) সূত্রে খবর, বিজেপি নেতা (BJP Leader) তথা প্রাক্তন বিধায়ক কান্তাতাই নলওয়াদের (kantatai Nalwad) বাংলোর পিছন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত মহিলাকে এখনও শনাক্ত (Identify) করা যায়নি। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলোয় (Bungalow) কেউ থাকেন না। তা তালাবন্ধ অবস্থায় ছিল। আর শনিবার সকালে সাফাইয়ের সময় মহিলার পচাগলা দেহ নজরে আসে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এদিকে মৃতদেহ দেখতে বিজেপি নেতার বাংলোর সামনে সকাল ত্থেকেই ভিড় জমান স্থানীয়রা। কে বা কারা ওই মহিলাকে খুন করল? কেনই বা তাঁর দেহ বিজেপি নেতার বাংলো থেকে উদ্ধার হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে সাতারা থানার পুলিশ।

তবে এই প্রথম নয়, চলতি বছরেই মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। গত জুন মাসেও মুম্বইয়ে একই পরিবারের ৯ সদস্যের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল।












































































































































