তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগেই নন্দীগ্রামে শহিদ বেদী ভাঙলো বিজেপির দুষ্কৃতী বাহিনী

0
3

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের(TMC) প্রতিষ্ঠা দিবস। তাই ৩১ ডিসেম্বর রাত ১২ টার পরে রাজ্যের বহু জায়গায় দলের জন্মদিন উদযাপন ও নানা অনুষ্ঠান করবে কর্মী সমর্থকরা। তার আগেই নন্দীগ্রামে(Nandigram) শহিদ বেদী ভাঙচুর করে তাণ্ডব চালালো বিজেপির(BJP) দুষ্কৃতী বাহিনী। এই ঘটনায় নন্দীগ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগরে অধিকারী পাড়ায় শহিদবেদী ভাঙচুরের সহ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। তার ওপর নন্দীগ্রামের বহু আদি বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যে যোগদান করেছেন। আবার নন্দীগ্রাম সহ সারা পূর্ব মেদিনীপুর জেলার বহু সমবায় সমিতির নির্বাচনে সম্প্রতি গোহারা হেরেছে বিজেপি। বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করেও বিজেপি হালে পানি পাইনি। তাই নন্দীগ্রাম সহ জেলাজুড়ে বিজেপির পায়ের নিচের মাটি ক্রমশ সরে যাচ্ছে। একথা বিলক্ষণ বুঝেছে গেরুয়া শিবির। তাই পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে সন্ত্রাসের আবহ ও দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই নন্দীগ্রামে শুক্রবার রাতে শহিদ বেদী সহ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার উপর আক্রোশ দেখিয়েছে বিজেপি।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য বর্গ বলেন “শুক্রবার গভীর রাতে অধিকারী পাড়ায় যে শহিদবেদী রয়েছে, তার সিমেন্টের ঘেরা অংশ ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে বিজেপির গুন্ডাবাহিনী। শুধু তাই নয়, শহিদ বেদীর পাশে তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা লাগানো ছিল, সেগুলোও ছিড়ে মাটিতে ফেলে দিয়ে গেছে সেই দুষ্কৃতীকারীরা। কারণ বিজেপি শহিদদের সম্মান দিতে জানে না। নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলন বিজেপি করেনি। তাই তাদের শহিদ বেদীর প্রতি তেমন কোনও আবেগ নেই।”