আহত পন্থকে উদ্ধার না করে টাকার ব্যাগ নিয়ে চম্পট প্রত্যক্ষদর্শীর ! মানছে না পুলিশ

0
1

বর্ষশেষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Panth)। অভিযোগ,  আহত অবস্থায় ঋষভ পন্থ যখন গাড়ির ভিতরে আটকে ছিলেন, তখন তাঁকে উদ্ধার না করে গাড়ির ভিতরে রাখা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান প্রত্যক্ষদর্শী কয়েকজন।যদিও পুলিশ সেই অভিযোগ মানতে চায়নি।

শুক্রবার ভোরে উত্তরাখণ্ড  থেকে রুরকির বাড়ি ফিরছিলেন পন্থ। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িতে আগুন লেগে যায়। তবে তার আগেই ঘটনাস্থলে উপস্থিত লোকজনেরা গাড়ি থেকে উদ্ধার করেন ঋষভ পন্থকে। আহত অবস্থায় উদ্ধার করে রুরকির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার উত্তরাখণ্ড পুলিশের (Police) তরফে জানানো হয়, কোনও টাকাই চুরি যায়নি ঋষভ পন্থের। পুরো ঘটনাটাই গুজব।পুলিশ আরও জানিয়েছে, পুলিশের তরফে জানানো হয়েছে, মাঝরাতে গাড়ি নিয়ে বের হয়েছিলেন ঋষভ পন্থ। ভোরবেলায় তিনি যখন দিল্লি-দেরাদুন হাইওয়েতে পৌঁছন, সেই সময় হঠাৎ ডিভাইডারে ধাক্কা মারে মার্সিডিজ গাড়িটি। সঙ্গে সঙ্গে পাক খেয়ে উল্টে যায় গাড়িটি।

পুলিশের দাবি, ২৫ বছর বয়সী ওই ক্রিকেটার গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। উইন্ডশিল্ড ভেঙে বের করা হয় ঋষভ পন্থকে।