উৎসশ্রী-তে স্কুল শিক্ষকদের বদলি আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যের

0
1

উৎসশ্রী পোর্টালের (Utshashree Portal) মাধ্যমে এবার স্কুল (School) শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্যে সরকার। এক বিজ্ঞপ্তি (Notice) জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, পয়লা জানুয়ারি থেকে বদলি প্রক্রিয়ার পাশাপাশি বদলির আবেদন নেওয়াও স্থগিত রাখা হচ্ছে।
শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলির জন্য আবেদন জানার সুবিধার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকছে। তবে বদলির আবেদন নেওয়ার প্রক্রিয়া চালু ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন বদলির আবেদনও জানাতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হবে। এমনকী বদলির জন্য আবেদনও করা যাবে না। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তে অখুশি অধিকাংশ শিক্ষক সংগঠন।