বছর শেষে ফের অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Incident)। এবার নিউ টাউন থানা (New Town Police Station) সংলগ্ন মৃধা মার্কেটে (Mridha Market) ভয়াবহ আগুন। স্থানীয়রা বলছেন আগুনের লেলিহান শিখায় কার্যত একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
২০২২ এর শেষ লগ্নেও দুর্ঘটনা পিছু ছাড়ল না। ফের শহরের বুকে আগুন লাগার ঘটনা । এবার ঘটনাস্থল নিউটাউন এলাকা। যদিও এই বিষয় বিস্তারিত কিছু জানা না গেলেও খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকানে সিলিন্ডার ফেটে আগুন (Fire) লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পরপর সিলিন্ডারে বিস্ফোরণ হয়, ফলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মনেও। দমকলের (Fire engine) তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের বিষয় বিস্তারিত তথ্য মেলেনি।