যাত্রী সুরক্ষায় বিশেষ নজর: নতুন বছরে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেসেই সিসি ক্যামেরা

0
7

বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কিছু সময় বাকি। ইতিমধ্যে বর্ষশেষের আনন্দে মেতে উঠেছে দেশ। ২০২২-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩-কে স্বাগত জানাতে রীতিমতো প্রস্তুত সমস্ত বয়সের মানুষজন। আর বছর শুরুর কিছুসময় আগেই বড় ঘোষণা ভারতীয় রেলের (Indian Railways)। যাত্রী সুরক্ষায় (Passengers Safety) এবার ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় রেল। এবার থেকে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনেই থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা (Closed Circuit Camera)। পাশাপাশি, সাধারণ এক্সপ্রেস, লোকাল বা সাধারণ প্যাসেঞ্জার ট্রেনেও সিসি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে রেল। জানা গিয়েছে, রেলের তরফে ইতিমধ্যে এক বেসরকারি সংস্থাকে ক্যামেরার বরাতও দেওয়া হয়েছে। মোট ৭০৫ কোটি টাকা ব্যয়ে রেলের মোট ১৫ হাজার কোচে ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, শতাব্দী (Shatabdi), দুরন্ত (Duronto), বা রাজধানী (Rajdhani), বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো প্রথম সারির ট্রেনগুলি তো আছেই পাশাপাশি লোকাল অর্থাৎ EMU এবং DMU ট্রেনের প্রায় ১৪ হাজার ৩৮৭টি কোচে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। ইতিমধ্যেই বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ২ হাজার ৯৩০টি বগিতে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। রেল সূত্রে খবর, সিসি ক্যামেরাগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। যার মাধ্যমে সহজেই প্রত্যেকের মুখ চেনা যাবে। পাশাপাশি এই ক্যামেরাগুলি হাই রেজোলিউশনের, এবং অত্যাধুনিক প্রযুক্তির। আরপিএফ আউটপোস্ট (RPF Outpost) থেকে নজরদারি চালানো হবে। অন্যদিকে, ডিভিশনাল এবং জোনাল রেলওয়ে (Zonal Railway) দফতর থেকেও ক্যামেরাগুলিতে নজরদারি চালানো হবে।

তবে শুধু সিসি ক্যামেরা নয়, ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের জন্য থাকবে দু’টি করে প্যানিক বাটনও (Panic Button)। সেই প্যানিক বাটন চাপলেই সতর্ক হয়ে যাবেন নিকটবর্তী আউটপোস্টের আরপিএফ কর্মীরা। তবে যাত্রীদের গোপনীয়তা (Privacy) যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, সেটাও নিশ্চিত করা হবে বলে রেলমন্ত্রক সূত্রে খবর। তবে বর্তমানে রেলের ৬০ হাজার কোচকেই সিসিটিভির আওতায় আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।