বছর শেষে শহরে ফের দু*র্ঘটনা! বেপরোয়া গতিতে গাছে ধাক্কা, উল্টে গেল চার চাকা

0
1

বছর শেষের সকালে ফের দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকতে হলো শহর কলকাতাকে (Kolkata)। সকাল থেকে কুয়াশা চাদরে ঢেকেছে মহানগরী। এর মাঝেই ময়দানের (Maidan Area) কাছে উল্টে গেল চার চাকা গাড়ি। ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা। কোনক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক এবং আরোহী। গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় কোনওমতে প্রাণ রক্ষা হয় বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে গাড়িটি কোলাঘাট থেকে কলকাতায় আসছিল । চালক এবং আরোহীরা মত্ত অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সকালে যেহেতু ঘন কুয়াশা ছিল তাই সেই কারণে দৃশ্যমানতার সমস্যা তৈরি হয়েছিল ,নাকি বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা তদন্তে ময়দান থানার পুলিশ (Maidan Police Station)।