আত্মহ*ত্যার আগে শীজানের সঙ্গে ঝগড়া হয়েছিল তুনিশার, মেকআপ রুম থেকে উদ্ধার চিরকুট!

0
1

অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) অস্বাভাবিক মৃ*ত্যুকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। গত শনিবার সিরিয়ালের মেকআপ রুমে আত্মহ*ত্যা করেন ২০ বছর বয়সী তুনিশা(Tunisha Sharma)। আত্মহ*ত্যায় প্ররোচনা দেওয়া ও তুনিশার (Tunisha Sharma) মায়ের অভিযোগের ভিত্তিতে প্রেমিক শীজান খানকে (Sheezan Khan) গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ।

জানা যায়, আত্মহ*ত্যার মিনিট ১৫ আগেই শীজান ও তুনিশার মধ্যে তুমুল বিতণ্ডা হয়। এরপর শীজান ঘর থেকে বেরিয়ে যান। সেই ঘরের ওয়াশরুমেই গলায় দড়ি দিয়ে আত্মহ*ত্যা করেন তুনিশা। মৃ*ত্যুর প্রায় পাঁচদিন পর যে মেকআপরুমে আত্মহ*ত্যা করেছিলেন তুনিশা সেখান থেকে উদ্ধার হয়েছে একটি চিরকূট। ওই চিরকূটে লেখা, “আমাকে সহ-অভিনেত্রী হিসাবে পাওয়া ওর ভাগ্য।”

গত সোমবার পুলিশ হেফাজতে শীজান স্বীকার করেন যে, সে তুনিশার সঙ্গে ব্রেকআপ করেছিলেন। পাশাপাশি জানান যে, কেন তিনি এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তিনি। ওয়ালিভ পুলিশের কাছে শীজান বলেন, “মৃত্যুর কিছুদিন আগেও একবার আত্মহত্যা চেষ্টা করেছিল তুনিশা। তখন আমিই ওকে উদ্ধার করি। তবে শ্রদ্ধা হত্যাকাণ্ডের পর আমি ভয় পেয়ে যাই। তখনই আমি এই সম্পর্কের ব্রেক আপ করি। ধর্মের কারণেই এই সিদ্ধান্ত।”

আবার বিচ্ছেদের কারণ ধর্ম বললেও পরে শীজান জানান, তাঁর সঙ্গে তুনিশার বয়সের অনেক ফারাক। সেই কারণেই ব্রেক আপ। এরপর সে বলে যে দুই পরিবারের তরফেই এই সম্পর্ক মেনে নেয়নি তাই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।এক মহিলা পুলিশ অফিসারের সামনে কান্নায় ভেঙে পড়েন শীজান খান। বর্তমানে তাঁর অন্য কোনও প্রেমিকার নেই বলেও জানান অভিনেতা।