শেষযাত্রায় মায়ের দেহ কাঁধে নিলেন মোদি, গান্ধীনগরে শেষকৃত্য

0
5

মায়ের মৃত্যুর খবর পেতেই বঙ্গ সফর বাতিল করে আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেগঘন পোস্টে জানিয়েছেন, তাঁর মায়ের প্রয়ানের খবর। শুক্রবার সকালে, মায়ের শেষযাত্রা দেখা গেল শোকস্তব্ধ প্রধানমন্ত্রীকে। গান্ধীনগরের বাড়িতে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আবেগে ভেঙে পড়লেন মোদি।মায়ের শেষযাত্রায় তাঁর দেহ কাঁধে তুলে নিয়ে হাঁটলেন প্রধানমন্ত্রী। অ্যাম্বুল্যান্সে মায়ের নিথর দেহের পাশে বসে থাকতে দেখা গেল শোকস্তব্ধ এক ছেলেকে। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও।


আরও পড়ুন:প্রয়াত প্রধানমন্ত্রীর মা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হীরাবেন মোদির দেহ ইতিমধ্যেই শববাহী গাড়িতে করে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় হীরাবেনকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।যদিও ঠিক কী কারণে অসুস্থ ছিলেন মোদির মা, তা হাসপাতালের তরফে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করা হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর ৩.৩০টে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

ইতিমধ্যেই হীরাবেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দেশের অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকপ্রকাশ করেছেন।