অবশেষে ঘরের মাঠে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে। লাল-হলুদের হয়ে জোড়া গোল ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার।
টানা হারের পর অবশেষে স্বস্তির জয় ইস্টবেঙ্গলে। আইএসএলে ঘরের মাঠে এবার প্রথম জয় পেল লাল-হলুদ। শুক্রবার যুবভারতীতে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারাল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-কে। আগাগোড়া দাপট নিয়ে খেলে চলতি মরশুমে চতুর্থ জয় পেল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। জোড়া গোলে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। যার মধ্যে খেলার শেষ লগ্নে ফ্রি-কিক থেকে করলেন বিশ্বমানের জয়সূচক গোল। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এল লাল-হলুদ।
খেলার শুরু থেকে ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু। ৫৫ মিনিটে জাভি হার্নান্ডেজের গোলে খেলায় সমতায় ফেরে ব্লুজরা। কিন্তু দাপটে খেলেই জয় ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। খেলার ইনজুরি টাইমে ফ্রি-কিক থেকে অনবদ্য গোল ক্লেটনের।