‘একলব্য’ পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে

0
1

‘একলব্যে’র পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। উদ্যোক্তারা জানিয়েছেন, শ্রমিক মঞ্চ, হিন্দুস্তান কেবলসে সকাল আটটায় শুরু হবে অনুষ্ঠান ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোল পুরসভার মহানাগরিক ও বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাচিকশিল্প তথা অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জী, রঞ্জনা ভঞ্জ, সঞ্জয় দত্ত, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার ধনঞ্জয় ঘোষাল।উপস্থিত থাকবেন অরীন্দ্র বোস, প্রদান করা হবে একলব্য সম্মাননা।এই উৎসবে শ্রুতিনাটক পরিবেশন করবেন কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের বেশকিছু স্বনামধন্য শ্রুতিনাটক সংস্থা।একলব্যের গত চার বছরের শ্রুতিনাটক উৎসব দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সেই প্রত্যাশা এবারও পূরণ হবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।