ফুটবল সম্রাট পেলের স্মরনে ৭ দিন শোকপালনের সিদ্ধান্ত এআইএফএফ-এর

0
1

বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ফুটবল সম্রাট পেলে। আর সেই কারণেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ফুটবল কিংবদন্তী পেলের প্রয়ানে তাঁর স্মরনে ৭ দিন শোকপালনের সিদ্ধান্ত নিল। পেলের জীবনী এবং তাঁর কৃতিত্বকে মনে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এআইএফএফ-এর পক্ষ থেকে।

এদিন এআইএফএফ সচিব ডঃ সাজি প্রভাকরণ এই নিয়ে বলেন, “ফুটবলের মহান পেলের মৃত্যুর কারণে আমরা খুবই দুঃখিত এবং তাঁর কৃতিত্বকে মনে রাখতে আমরা ৭ দিন শোক পালন করব। এই সময় এআইএফএফ এর ফ্ল্যাগ অর্ধনমিত থাকবে।”

প্রভাকরণ আরও জানিয়েছেন, “ভারতে পেলে এতোবার আসায় দেশবাসী ধন্য। পেলের ভারতে এতোবার আসার জন্য আমরা সারাজীবন তাঁর কাছে কৃতজ্ঞ থাকব। পেলে সবসময় চাইতেন ভারতীয় ফুটবলের উন্নতি হোক এবং উজ্জ্বল ভবিষ্যৎ হোক। ক্রীড়াজগতে তাঁর মতন অন্য কেউ এভাবে মানুষকে অনুপ্রানিত করতে পারবেন না।”