শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিকের ডেপুটি সূর্য, নতুন দায়িত্ব পেয়ে কী বলছেন SKY?

0
1

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন‍্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। আর এই সিরিজে হার্দিকের ডেপুটি হয়েছেন সূর্যকুমার যাদব। আর দলের এই দায়িত্ব পেয়ে উচ্ছসিত সূর্য। বললেন, আমাকে যে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সেটা আশা করিনি।

এই নিয়ে সূর্য বলেন,” আমাকে যে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সেটা আশা করিনি। আমার মনে হয়, এই বছরটা যেভাবে খেলেছি, তারই পুরস্কার পেলাম। এই দায়িত্ব সামলাতে এখন মুখিয়ে আছি।”

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা করে বিসিসিআই। তবে সেই সময় সহ-অধিনায়কের  খবরটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে চাননি সূর্য। এই নিয়ে SKY বলেন, “আমার বাবা গণমাধ্যমের উপরে খুব নজর রাখেন। উনি আমাকে দলের তালিকাটা পাঠিয়ে দেন। সঙ্গে বার্তা দেন, যেন আমি চাপে না পড়ি। তালিকাটা দেখে আমি চোখ বুজে নিজেকে প্রশ্ন করেছিলাম, ‘এটা কি সত্যি?’ দারুণ একটা অনুভূতি হয়েছিল ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়ে।”