ফিরে দেখা ২০২২ : আইন-আদালত

0
1

বছর শেষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি আমরা।২০২২ কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩-কে স্বাগত জানাবে বিশ্ব।এবছর রাজ্যে ঘটে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা, যা নিয়ে একের পর এক নির্দেশ দিয়েছে আদালত। এমনই কিছু ফিরে দেখা ২০২২ এর ‘আইন-আদালত’ এর উল্লেখযোগ্য খবরের দিকে নজর রাখুন।

১০ মে : ২০১৪ সালের টেট নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে গৃহীত।

২সেপ্টেম্বর : টেট  বা প্রাথমিকে শিক্ষক নিয়োগ  দুর্নীতি মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই।এমনই রায় দিল কলকাতা হাই কোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।

২ নভেম্বর : ৫০% এর কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের প্রাথমিক টেটে বসতে দিতে হবে, গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে গৃহীত।

৩নভেম্বর : টেট মামলায় নয়া মোড়। ২০১৭ ও ২০১৪ সালের টেট মামলার শুনানিতে, সংরক্ষিত আসনে টেট পাশের ক্ষেত্রে এক নাম্বার কমানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের।এই নয়া নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

১৮ নভেম্বর : স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে বললেন  ‘কমিশন ভেঙে দিন।’

২০  নভেম্বর : সুপার নিউমারিক পোস্ট তৈরি করে নিয়োগ করার ঘোষণা  করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

২১ নভেম্বর : বগটুইকাণ্ডে রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের।আরও আটজনের নাম নথিভুক্ত।

২৮  নভেম্বর : রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে আর কোনও বাধাই রইল না। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে শীর্ষ আদালতে বড় স্বস্তি পেল রাজ্য সরকার।

৩ ডিসেম্বর : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  বিরুদ্ধে বিএড কলেজে দুর্নীতির অভিযোগ সামনে এল। সিবিআই চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

৬ ডিসেম্বর : আসানসোল আদালত চত্বর থেকে চুরি হয়ে গেল একের পর এক গুরুত্বপূর্ণ মামলার নথি। সব মিলিয়ে প্রায় ৪০০ টি নথি চুরি হয়ে গিয়েছে।

২৩ ডিসেম্বর : বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মামলায় সিআইডির ডিআইজিকে তদন্তের নির্দেশ হাই কোর্টের।