৩০ ডিসেম্বর জোড়া উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একদিকে হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা, অন্যদিকে তারাতলা-জোকা মেট্রো রুটের উদ্বোধন। ফলে বছর শেষে প্রধানমন্ত্রীর হাত ধরে জোড়া উপহার পেতে চলেছে বাঙালি। তবে মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন। নতুন বছরের ২ তারিখ থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে তারাতলা-জোকা মেট্রোর দরজা। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন যাত্রীরা। ওই দুই পরিষেবার উদ্বোধনে রেলমন্ত্রকের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

উল্লেখ্য, একযুগ আগে আগে এই রুটের শিলান্য়াস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প এবার বাস্তবায়ন হতে চলেছে অনেক টালবাহানা পর।
মেট্রো সূত্রে খবর তারাতলা থেকে জোকা পর্যন্ত থাকবে ৬টি স্টেশন। এগুলি হল তারাতলা, বেহালাবাজার, বেহালা চৌরাস্তা, সখেরবাজার, ঠাকুরপুকুর ও জোকা। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা চালু না হওয়ায় আপাতত যাত্রী নিয়ে একটি ট্রেন যাবে এবং সেটিই আবার যাত্রী নিয়ে ফিরে আসবে। এই রুটে ন্যূনতম ভাড়া হবে ৫ টাকা। তারাতলা থেকে জোকা যেতে খরচ হবে ২০ টাকা। দুটি স্টেশন য়েতে খরচ হবে ১০ টাকা। যাত্রীদের সুবিধের জন্য ৭টি এসকেলেটর, আটটি সিঁড়ি ও ৪টি লিফট থাকছে।









































































































































