বিশিষ্ট প্রাবন্ধিক ও বাংলা ভাষা আন্দোলনের নেতা পার্থ সেনগুপ্তর (Partha Sengupta) স্মৃতির উদ্দেশ্যে সালার আদর্শ প্রাথমিক বিদ্যালয় (Salar Adorsha Primary School) প্রাঙ্গণ জুড়ে রক্তদান (Blood Donation) উৎসবের আয়োজন করা হল ২৮ ডিসেম্বর বুধবার। বিশ্বকোষ পরিষদ ও মা ফাউন্ডেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের (Maa Foundation and Welfare Trust) যৌথ উদ্যোগে সারা বাংলা জুড়ে যে রক্তদান উৎসবের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এবার মুর্শিদাবাদের সালারে তার প্রারম্ভিক সূচনা হল।
রক্তদান মহৎ দান, আপনার একফোঁটা রক্ত বাঁচাতে পারে অনেকগুলো প্রাণ। এই ভাবনাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের উৎসব পালন করার জন্য উৎসাহ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। মুর্শিদাবাদের সালারে আয়োজিত এই রক্তদান উৎসব দ্বিতীয় বর্ষে পা দিল। ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার সকালে ডাক্তার জাহাঙ্গীর আলীর নেতৃত্বে ৫৫ জন তরুণ তরুণী এই রক্তদান উৎসবে যোগদান করেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্বকোষ পরিষদের সহ-সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্যরা। যারা রক্তদান করেছেন তাঁদের সার্টিফিকেট প্রদান করা হয়। এই রক্তদান উৎসবের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের কাছে সম্প্রীতি আন্দোলন জোরদার করার অনুরোধ করেন আয়োজকরা।