এবার শিক্ষাক্ষেত্রেও বিজেপির বিভাজনের রাজনীতি। সংখ্যালঘু ছাত্রদের স্কলারশিপ বন্ধ করে দিল কেন্দ্রের মোদি সরকার। এই ঘটনায় গোটা দেশের লক্ষ লক্ষ সংখ্যালঘু পড়ুয়া উচ্চশিক্ষা বঞ্চিত হওয়ার পথে। কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ (MANF)। জস সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে আর্থিকভাবে খুব সহায়ক একটি স্কলারশিপ। কিন্তু বর্তমানে তা বন্ধ করে দিয়েছে মোদি সরকার।
MANF সংখ্যালঘু অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের পড়ুয়াদের একটি উচ্চশিক্ষার জন্য একটি স্কলারশিপ। অভিযোগ, কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার এই দকলারশিপ বন্ধ করে দিয়েছে।
তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিবাদের মঞ্চ হিসেবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে বেছে নিয়েছেন প্রেসিডেন্সির তৃণমূল ছাত্রপরিষদ সমর্থকরা।
তৃণমূল ছাত্রপরিষদ আপামর ভারতবর্ষের সমস্ত ছাত্র সমাজকে এই স্কলারশিপ তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
এ প্রসঙ্গে তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সহ-সভাপতি তথা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রপরিষদ ইউনিটের পর্যবেক্ষক প্রান্তিক চক্রবর্তী বলেন, ”খুব নিন্দনীয় ঘটনা। এই স্কলারশিপ বন্ধ হয়ে যাওয়ায় গোটা দেশের বহু সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীর পড়াশুনা বন্ধ হওয়ার মুখে। অচিরেই তাঁদের স্বপ্নভঙ্গ হতে চলেছে। বিজেপি বরাবর বিভাজনের রাজনীতি করে এসেছে। এবার এই স্কলারশিপ বন্ধ করে দিয়ে শিক্ষাক্ষেত্রে রাজনীতি করছে। সংখ্যালঘু ছাত্র সমাজকে বঞ্চিত করার মাধ্যমের দেশজুড়ে সার্বিক ভাবে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে।”