‘তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই’, মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে বললেন এমবাপে

0
2

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই কিলিয়ান এমবাপেকে নিয়ে একের পর এক বিতর্কিত সেলিব্রেশন করে যাচ্ছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমবাপেকে ব্যঙ্গ করে মার্টিনেজের গান ও নাচ মোটেই ভালো ভাবে নেননি ফুটবল মহলের এক বড় অংশ। এছাড়াও আর্জেন্তিনার রাস্তায় বাসে করে সেলিব্রেশোনের সময়ও মার্টিনেজের হাতে দেখা যায় এমবাপের ছোট্ট একটি পুতুল। আর এবার এই নিয়ে মুখ খুললেন এমবাপে। বললেন, এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই।

বুধবার লিগ ১-এ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে এমবাপেকে প্রশ্ন করতেই এমবাপে বলেন, “সেলিব্রেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি এই সমস্ত তুচ্ছ বিষয় নিজের শক্তি অপচয় করি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের হয়ে আমার সেরাটা দেওয়া। ভাল ফুটবলার হওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি। ও কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। এই সব ফালতু বিষয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে এবং শক্তিক্ষয় করতে চাই না।”

যদিও আর্জেন্তিনার আরেক ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এমবাপে বলেন,”ম্যাচ শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। আমি মেসিকে অভিনন্দন জানিয়েছি। তিনি তাঁর গোটা জীবন ধরে এই বিশ্বকাপ জেতাই লক্ষ্য রেখেছিলেন।”