কম্বোডিয়ার বিলাসবহুল ক্যাসিনোতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত কমপক্ষে ৩০। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
থাইল্যান্ড সংলগ্ন ওই হোটেলটিতে গতকাল, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ আচমকাই আগুন লাগে। কোনও কিছু বুঝতে না পেরে হোটেলে থাকা মানুষজন প্রাণে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দিতে শুরু করেন। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। উদ্ধারকাজ চালাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।
থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, কোনও এক অজ্ঞাত কারণে ওই ক্যাসিনো হোটেলের প্রথম তলায় আগুন লাগে। তারপর গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে সেই আগুন। কাম্বোডিয়ার অন্যতম বিলাসবহুল ক্যাসিনো হোটেলের মধ্যে একটি ওই হোটেলটি। কাম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে অবস্থান হোটেলটির। তাই প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল ও পুলিশ।