আগামিকাল ঘরের মাঠে আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। বিএফসির বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে নামার আগে বেশ আশাবাদী লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। এই মুহূর্তে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে বিএফসি। এই মরশুমে সুনিল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ইতিমধ্যে একবার হারিয়েছে ডোহার্টি-ক্লেইটনের ইস্টবেঙ্গল। তাই ফিরতি লেগে জয়ই পাখির চোখ লাল-হলুদ ব্রিগেডের।

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন, “আমরা বেঙ্গালুরু এফসিকে হারানোর ক্ষমতা রাখি। তাঁর জন্য আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে চাই। কারণ তারা আমাদের ভালো খেলার উৎসাহ দেন। যদিও বেঙ্গালুরু বেশ কঠিন দল। তাদের বেস কিছু ভালো ফুটবলার রয়েছেন, তারা তিন পয়েন্টের জন্য খেলবে।”

তবে সমর্থকদের আশা দেখানোর পাশাপাশি কোচ স্টিফেন দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের কথাও বলেছেন। তবে কাদের চোট সেই নিয়ে কিছু বললেন লাল-হলুদ কোচ। যা চিন্তায় রাখবেই ইস্টবেঙ্গল সমর্থকদের।












































































































































