‘মুঘল ছোঁয়া’ কাটাতে মুড়ি মুড়কির মতো জায়গার নাম পরিবর্তন করা হচ্ছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh)। যোগীরাজে ফের একবার পরিবর্তন হতে চলেছে উত্তর প্রদেশের ২ টি জায়াগার নাম। রাজ্যসরকারের প্রস্তাব মতো ইতিমধ্যেই ২ জায়গার নাম বদলে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। সবকিছু ঠিকঠাক থাকলে নাম বদলের তালিকায় যুক্ত হতে চলেছে আর দুটি নাম।
সংবাদমাধ্যম সূত্রের খবর, যে দুই জায়গার নাম বদল করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার সেগুলি হল, গোরক্ষপুর জেলার ‘মুন্ডেরা বাজার’ পুরসভার নাম পরিবর্তন করে হতে চলেছে ‘চৌরিচৌরা’ ও দেওরিয়া জেলার ‘তেলিয়া আফগান’ গ্রামের নাম পরিবর্তন করে হতে চলেছে ‘তেলিয়া শুক্লা’। উত্তরপ্রদেশ সরকারের প্রস্তাবমতো এই বিষয়ে রেলমন্ত্রক, ডাক ও সার্বে অব ইন্ডিয়ার তরফে সম্মতি দেওয়া হয়েছে। পাশাপাশি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ইতিমধ্যেই একাধিক রেল স্টেশন, প্রাচীন শহরের নাম ইতিমধ্যেই বদল করেছে যোগী আদিত্যনাথের সরকার। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে আর দুটি নাম।