ছিনতাইয়ে বাধা দেওয়ায় আড়াই বছরের শিশুর সামনেই মাকে গু*লি করে খু*ন দুষ্কৃতীদের

0
4

ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। বুধবার ৬টা নাগাদ বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রিয়া কুমারী। তাঁর মাথায় লক্ষ্য করে গুলি করা হয়।

আরও পড়ুন:কোচবিহারে শুট*আউটের ঘটনায় গ্রেফতার ৩

ঝাড়খণ্ড থেকে কলকাতা আসার পথে বাগনানে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার এবং তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা।

ছিনতাইয়ে বাধা দেন মৃতার স্বামী। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। এরপরই রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানিয়েছেন রিয়ার স্ত্রী প্রকাশ। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রকাশ আহত স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলা এলাকায় আসেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনার কথা জানানোর পরেই স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসলে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর রিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে তারা।