দেশের সীমান্ত রক্ষায় তারা অবিচল। তাদের নিরলস পাহারা দেশবাসীকে ভরসা জোগায়।ঝড়-ঝঞ্ঝা, তুষারপাতকে উপেক্ষা করে আত্মীয়-স্বজনদের ছেড়ে দেশ রক্ষায় ব্রতী হন তাঁরা। হাজারো প্রতিকূল পরিস্থিতিতে গন্তব্যে অবিচল থাকেন ভারতীয় সেনার (Indian army) বীর জওয়ানরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনই এক বীর সেনার ভিডিও।
বড়দিনের (Christmas) সন্ধ্যায় টুইটারে একটি ভিডিও শেয়ার করেন মেজর জেনারেল (Major General) রাজু চৌহান (Raju Chauhan)। ভিডিওতে দেখা যাচ্ছে কোমর সমান বরফ জমে রয়েছে পাহাড়ি রাস্তায়। প্রবল ঠান্ডায় সেই বরফ ভেঙে এগিয়ে চলেছেন দুজন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যে একজনের মুখ স্পষ্ট ভিডিওতে। মুখে হাসি, হাতে রাইফেল। জমে থাকা বরফ সরিয়ে এগিয়ে যাওয়ার পথে বারবার বাধা আসায় রাইফেলটি সহকর্মীর কাছে দেন তিনি। বাধা থাকা সত্ত্বেও বরফের প্রাচীর ভেঙে এগিয়ে যান জওয়ান। রাইফেলটি আবার হাতে নিয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকেন। ইতিমধ্যেই ভিডিওটির ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লক্ষ।
গোটা ভিডিওতে মন কেড়ে নিয়েছে জওয়ানের মুখের অটুট হাসি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভারতীয় সেনাদের আত্মত্যাগের কাহিনী আবারও মনে করিয়ে দিল ভিডিওটি।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন বহু মানুষ। একজন লিখেছেন, “কত কঠিন পরিস্থিতিতে জীবন কাটান এই জওয়ানরা, তা সত্ত্বেও সবসময় তাঁদের মুখে হাসি লেগে থাকে। ভারতের জনতা তাঁদের কাছে ঋণী।”










































































































































