আবাস যোজনার কাজের গতি ফেরাতে কড়া পদক্ষেপ নবান্নের

0
3

জেলায় জেলায় আবাস যোজনার (Housing Scheme) কাজে গতি আনতে এবার কড়া পদক্ষেপ নবান্নের (Nabanna)। রাজ্যের ৪ জেলায় কাজের গতি অত্যন্ত শ্লথ। তাই এবার মুর্শিদাবাদ (Murshidabad), পুরুলিয়া (Purulia), আলিপুরদুয়ার (Alipurduar) এবং উত্তর দিনাজপুরের (North Dinajpur) জেলা প্রশাসনকে (DM) আবাস যোজনার কাজ দ্রুত শেষ করা নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

নবান্ন সূত্রে খবর মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, এই দুই জেলায় কাজের গতি নিয়ে খুশি নয় রাজ্য সরকার (Government of West Bengal)। এদিন এই দুই জেলার জেলাশাসককে বিশেষ নির্দেশ দেওয়া হয়। সরকারি হিসাব বলছে বুধবার পর্যন্ত ২ লক্ষ উপভোক্তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী শনিবার অর্থাৎ ৩১ শে ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তাকে ছাড়পত্রের নির্দেশ দিল নবান্ন। দীর্ঘ লড়াইয়ের পর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায় রাজ্য আর তাই সেই টাকা পুরোপুরি কাজে লাগাতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। আগেই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কাছে নজরদারি করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে। পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে সরকারি পরিষেবা নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে তাই এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর কাজ কতটা দ্রুততার সঙ্গে এগোচ্ছে তা জানতেই নবান্নে বিশেষ পর্যালোচনা হয় আর তারপরেই মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার কাজ নিয়ে প্রশ্ন উঠে। এবার নবান্নের বিশেষ নির্দেশ কার্যকরী করতে উঠে পড়ে লেগেছে জেলা প্রশাসন।