গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, কয়লা বোঝাই লরির আগুনে ঝলসে  মৃত ১

0
1

ভয়াবহ দুর্ঘটনা (Accident)  গলসিতে জাতীয় সড়কে(National Highway)। বুধবার পূর্ব বর্ধমানের (Burdwan)  গলসির (Golshi) চৌমাথা (Chowmatha)মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। মুখোমুখি দুটি লরির সংঘর্ষে আগুন ধরে যায় একটি লরিতে। ঘটনায় মৃত্যু হয় খালাসির (Helper)। মৃতের নাম শেখ সুলতান ওরফে সাগর। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে দুর্গাপুরের (Durgapur) দিকে যাচ্ছিল কয়লা বোঝাই একটি লরি। হঠাৎই চৌমাথার কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা ধান বোঝাই একটি লরিতে। দুটি গাড়ির সংঘর্ষে আগুন ধরে যায় কয়লা বোঝাই লরিটিতে। আগুন ছড়িয়ে পড়ে ধানের গাড়িতেও। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান চালক (Driver)। কিন্তু ভিতরে আটকে পড়েন খালাসি। কেবিনের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়।দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় খালাসির মৃতদেহ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল জাতীয় সড়কে।