শততম টেস্টে দ্বিশতরান, নজির গড়ার সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়লেন ওয়ার্নার

0
1

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম‍্যাচের টেস্ট এবং একদিনের সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে প্রথম টেস্টে জয় পেয়েছে অজিরা। রবিবার থেকে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছে তারা। আর দ্বিতীয় টেস্ট ম‍্যাচের দ্বিতীয় দিনে অনন্য রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে নিজের শততম টেস্ট খেলতে নামেন ওয়ার্নার। আর খেলততে নেমেই করলেন দ্বিশতরান। কিন্তু সেই দ্বিশতরান করে উচ্ছ্বাস করতে গিয়েই বিপদে পড়েন ওয়ার্নার। লাফাতে গিয়ে পা মচকে যায় তাঁর। যার ফলে ওয়ার্নারকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠে ছেড়ে বেরিয়ে যেতে হয়। এদিন ২৫৪ বলে ২০০ করেন ওয়ার্নার।

শততম টেস্টে শতরান আছে বিশ্বে মাত্র ১০ জন ক্রিকেটারের। তবে দ্বিশতরান ছিল শুধু জো রুটের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গত বছর শততম টেস্ট খেলতে নেমে দ্বিশতরান করেছিলেন। আর তাঁকে মঙ্গলবার ছুঁয়ে ফেললেন ওয়ার্নার। আর রিকি পন্টিংয়ের পর ওয়ার্নার দ্বিতীয় অস্ট্রেলীয়, যিনি শততম টেস্টে শতরান করলেন।