শ্যুটিং চলাকালীন মেকআপ রুমের ওয়াশরুমে আত্মঘাতী হয়েছিলেন বছর কুড়ির জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা।অভিনেত্রীর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। তুনিশার প্রেমিক তথা অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিনেত্রীর মা। তুনিশার আত্মহত্যা দেওয়ার প্ররোচনার অভিযোগ গ্রেফতার করা হয় শীজানকে। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তারই মাঝে আজ, মঙ্গলবার মুম্বইয়ের জে জে হাসপাতালে ময়নাতদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর।
এদিন হাসপাতাল থেকে সোজা মুম্বইয়ের মীরা রোডের শ্মশানে আনা হয় তুনিশার দেহ। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন তুনিশার মা, মাসি সহ পরিবারের অন্যান্যরা। এদিন মেয়েকে শেষ বিদায় জানাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁর মা ভনিতা শর্মা। তিনি এতটাই শোকাহত ছিলেন যে মেয়ের শেষকৃত্য চলাকালীন জ্ঞান হারান।
উল্লেখ্য, অভিনেত্রী মেয়ের মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভনিতা শর্মা। তাঁর অভিযোগ ছিল, ”আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙেছে শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ায় সে। তিন-চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।”