ধাপ্পাবাজী, ধান্দাজীবী, জুমলাজীবী বিজেপি: মালদার সভা থেকে তোপ সায়নীর

0
1

দ্রব্যমূল্য ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদহের(Maldha) এক জনসভায় এসে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের(TMC Youth) রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)।

মঙ্গলবার মালদার কালিয়াচকের কারবালা ময়দানে তৃণমূলের জনসভায় উপস্থিত হয়েছিলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী তথা রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে দেখতে মানুষের ঢল নামে কালিয়াচকে। জনসভা থেকে সায়নী বলেন, উন্নয়নের নামে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে বিজেপি। তিনি বিজেপি নেতানেত্রীদের ধাপ্পাবাজী, ধান্দাজীবী, জুমলাজীবীবলে কটাক্ষ করেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকে ‘তারিখ পে তারিখ’ বলে সম্বোধন করেন।

এছাড়াও ‘নাম তো সুনা হি হোগা’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সায়নী ঘোষ। রাজ্য সরকারের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তার বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের থেকে যেসব তৃণমূল কংগ্রেস নেতা নিজেদের বড় মনে করেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে জানান, এইসব নেতাদের সময় শেষ। মানুষের পাশে থেকে যারা দলের হয়ে কাজ করবে তাদেরই দলে গুরুত্ব দেওয়া হবে। বক্তব্যের মাঝে সিনেমার সংলাপ বলে দর্শকদের মন জয় করেন ও প্রশংসিত হন। মালদহের যুব সংগঠনকে আরো শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দেন যুব নেত্রী। এদিন সায়নীর সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুব সভানেত্রী চন্দনা সরকার, ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ, যুব সভাপতি সারিউল শেখ প্রমুখ।