দেব সবটা বুঝলে সব সিনেমাই হিট হবে, মন্তব্য কুণালের

0
1

দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘প্রজাপতি’ নিয়ে তরজা তুঙ্গে।দুদিন আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, ‘মিঠুনদার জন্যই ছবি ডুবেছে।’ এরপরেই মুখ খুলেছেন দেব। তৃণমূল সাংসদ তথা অভিনেতা বলেছেন, ছবির বিষয়ে আমি ওঁর থেকে ভালো বুঝি। ভবিষ্যতেও চরিত্রে মানানসই মনে হলে মিঠুনের সঙ্গে কাজ করব।

দেবের এই মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার কুণাল বলেন, দেব স্পষ্ট করে মনের কথা বলতে পারছে না। খুব ভাল ছেলে৷ ওকে আমি ভালবাসি৷ এটা ঠিক ও আমার থেকে বেশি সিনেমা বোঝে। তবে সবটা বুঝলে সব সিনেমাই হিট হবে। তাই দেবের সকলের মত শোনা উচিত।দেব অবশ্য দাবি করেছেন, নন্দনে প্রজাপতি মুক্তি পায়নি বলে আমার কোনও দুঃখ নেই। আমার শুধু মনে হয়, নন্দনে যে টাকায় সিনেমা দেখা যায় তাতে মধ্যবিত্ত মানুষের পকেটে চাপ পড়ে না।

তৃণমূল সাংসদ আরও বলেন, এর পরেও যদি আমার কাছে কোনও স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি মিঠুন চক্রবর্তীকে নিয়েই আবার কাজ করব।