৩০শে জোকা–তারাতলা মেট্রোর উদ্বোধন, আমন্ত্রিত মোদি–মমতা-রাজ্যপাল

0
3

অনেক টালবাহানার পর অবশেষে নির্ধারিত হল জোকা–তারাতলা মেট্রো রুটের উদ্বোধনের দিনক্ষণ। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জোকা–তারাতলা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩০ ডিসেম্বর, শনিবার হবে এই প্রকল্পের উদ্বোধন।


আরও পড়ুন:সময় দিতে পারবেন না অমিত শাহ, আজ হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন

জানা গিয়েছে, শুধু মুখ্যমন্ত্রী নয়, রাজ্য প্রশাসনের আরও অনেকেই হাজির থাকবেন। আমন্ত্রত করা হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও। মঞ্চে থাকার কথা রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবের। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে, রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এছাড়া আমন্ত্রিত তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, মালা রায়, মৌসম নূর, দোলা সেনরা। প্রধানমন্ত্রী মোদি স্বশরীরে মোদি সম্ভবত উপস্থিত থাকছেন না। তিনি ভিডিও কনফারেন্সে এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। উদ্বোধনের পর ৩১ ডিসেম্বর থেকেই যাত্রী পরিষেবা চালু হবে ওই রুটে।

জোকা থেকে তারাতলা পর্যন্ত এই মেট্রো রুট তৈরি হয়েছে কেন্দ্র–রাজ্যের যৌথ উদ্যোগে। জোকা থেকে ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা ও বেহালা বাজার হয়ে মেট্রো যাবে তারাতলায়। এই রুটে ন্যূনতম ভাড়া ৫ টাকা। তারাতলা পর্যন্ত ভাড়া ২০ টাকা। এটাই এই রুটে আপাতত সর্বাধিক ভাড়া।