আগামী শুক্রবার ঝটিকা সফরে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরের আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোক্সভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhari)। নদী ভাঙনের জেরে রাজ্যবাসীর দুর্ভোগ ও এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র যাতে নজর দেয় তার জন্য মোদিকে চিঠি লিখলেন অধীর। চিঠিতে তাঁর দাবি, পশ্চিমবঙ্গে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভাঙনের সমস্যায় কার্যত সব খুইয়েছেন। একের পর এক চাষের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুক। কলকাতা সফরে গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে যাতে বিষয়টি নিয়ে কথা হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

প্রতি বছর বর্ষা এলেই ভাঙন সমস্যায় জেরবার হতে হয় রাজ্যের একাধিক জেলার বাসিন্দাদের। দোষারোপ পর্ব চলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে। অধীর আবেদন জানিয়েছেন, গত দু দশকেরও বেশি সময় ধরে একটু একটু করে তলিয়ে যাচ্ছে জমি। তাঁর দাবি, গত কয়েক বছরে তলিয়ে গিয়েছে ২৮০০ হেক্টর চাষযোগ্য জমি, যার মূল্য হতে পারে প্রায় ১০০০ কোটি টাকা। পরিসংখ্যান তুলে ধরে অধীর জানান, শুধু জমি নয় ভেসে গিয়েছে ৫০ টি বাড়ি, দুটি মন্দির। হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। ২০২২-এর ফেব্রুয়ারিতেই ওই তিন জেলা মিলিয়ে ৪০০ বর্গ কিলোমিটার জমি ভেসে গিয়েছে বলে উল্লেখ করেছেন অধীর। তাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীকে চিঠি প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধীর বলেন, “গঙ্গা ভাঙনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য চিঠিতে প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছি। ভাঙনের জেরে একটার পর একটা জেলা তলিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে প্রয়োজন দীর্ঘস্থায়ী পরিকল্পনা। শাসকদলকে বলব মোদির কাছে এই সমস্যাগুলো তুলে ধরার জন্য।”












































































































































