শিলিগুড়ির মাটিগাড়া থানার আইসির ফ্ল্যাটে রাজ্যের দুর্নীতি দমন শাখার হানা। সোমবার দুপুর একটা নাগাদ শুরু হয় তল্লাশি। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। শেষে হাতে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যান রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিরা। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:পঞ্চায়েতে দুর্নীতি দেখলেই এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার
সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় প্রশাসন। একের পর এক সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিচ্ছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন দুপুর একটা নাগাদ মাটিগাড়া থানার আইসির আবাসনে হানা দেয় রাজ্যের দুর্নীতি দমন শাখার (Anti Corruption Branch) ৫ আধিকারিকের একটি দল। শুরু হয় তল্লাশি। টানা পাঁচঘণ্টা চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
গত রবিবারও মালদহ জেলা পুলিশের অধীনে থাকা চাঁচোল থানার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালায় রাজ্যের দুর্নীতি দমন শাখার একটি দল। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল বলে খবর। সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিকের বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়, সম্পত্তির নথি মিলেছে। এরপরই এবার শিলিগুড়ির মাটিগাড়া থানার আইসির ফ্ল্যাটে হানা দিল দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।