অবসরের পরও প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের আবাসনে ২৮ জন সহায়ক কর্মচারী!

0
1

দেশের ৪৯ তম বিচারপতি(Justic) হিসেবে ৭৪ দিনের কর্মজীবনের পর অবসর নিয়েছেন ইউইউ ললিত(UU Lalit)। তবে তাঁর বাসভবনে এখনও সহায়ক কর্মচারির সংখ্যা ২৮ জন। পদে থাকাকালীন সহায়ক কর্মচারির(Support Staff) সংখ্যাটা ছিল ৪০। তবে অবসরের পর এখনও ২৮ সহায়ক কর্মচারী ললিত নিজের আবাসনে রেখে দেওয়ায় বিশেষজ্ঞদের অনুমান আগামী মাসে বিচারকদের আবাসনে সহায়ক কর্মীসংকট দেখা দিতে পারে।

জানা গিয়েছে, দেশের মধ্যে একমাত্র রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় এত বিপুল সংখ্যক সহায়ক কর্মী রাখতে পারেন। ইউইউ ললিত যখন প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তখন তার সহায়ক কর্মীর সংখ্যা ছিল ৪০ জনের বেশি। অবসরের পর তিনি ১২ জনকে ছেড়ে দিলেও এখনও তার বাসভবনে রয়েছেন ২৮ জন। এর জেরে সংকট দেখা দিতে শুরু করেছে বিচারক আবাসনে। যে কর্মীরা ললিতের আবাসনে রয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন আবার বিভিজি ইন্ডিয়ার কর্মী। যাদের কাজ সুপ্রিম কোর্ট পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ। এদিক থেকে যদি আগের বিচারপতিদের কথা বলা যায় সেক্ষেত্রে ললিতের আগে যারা প্রধান বিচারপতি ছিলেন কার্যকালে তাঁদের সহায়ক কর্মীর সংখ্যা ছিল ১২ থেকে ১৫ জন। অবসরের পর ২ থেকে ৩ জন থাকতেন প্রাক্তন বিচারপতিদের সঙ্গে। সেদিক থেকে দেড় মাসেরও বেশি সময় অবসরের পরও ইউ ইউ ললিত তাঁর ১৯ আকবর রোডের আবাসনে এত সংখ্যক সহায়ক কর্মী রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।