পার্শ্বশিক্ষক মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের! ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োগে ‘না’ পর্ষদের

0
1

প্রাথমিকে পার্শ্বশিক্ষক (Para Teacher) নিয়োগ সংক্রান্ত মামলায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta) নিয়োগ প্রক্রিয়ার স্ট্যাটাস (Status) রিপোর্ট (Report) তলব করেছেন। আগামী ১০ জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) সাফ জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কোনও চূড়ান্ত নিয়োগ হবে না।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyayay) নির্দেশ দেন, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের (Upper primary) পার্শ্বশিক্ষকরা প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কিছু পরীক্ষার্থী সোমবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতেই এদিন পর্ষদ তাদের বক্তব্য পরিষ্কার করে দেয়। গত ১১ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ৭ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষায় বসেন। পাশাপাশি মঙ্গলবার থেকেই শুরু হবে প্রথম পর্যায়ের ইন্টারভিউ।